
নানা কারণে আলোচিত মানিকগঞ্জ পৌরসভার সাবেক নারী কাউন্সিলর ও আওয়ামী লীগ নেত্রী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে পৌরসভার শহীদ রফিক সড়ক সরকারি হাই স্কুলের দক্ষিণ পাশের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জেসমিন আক্তার মানিকগঞ্জ পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং একজন সক্রিয় নারী নেত্রী হিসেবেও পরিচিত।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, রাত ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেসমিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বৃহস্পতিবার দুপুরেই আদালতে সোপর্দ করা হবে।
Leave a Reply