
ধামরাই প্রতিনিধি মোঃ ওবাইদুল খান
ঢাকার ধামরাই প্রেসক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচনে মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতি এবং আব্দুল আহাদ বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত এই নির্বাচনে ৯টি পদে মোট ৩১ জন সাংবাদিক ভোটাধিকার প্রয়োগ করেন।সভাপতি পদে আব্দুর রশিদ তুষার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু হাসানকে ৯ ভোটের ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। তুষার পেয়েছেন ২০ ভোট, যেখানে আবু হাসান পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল আহাদ বাবু ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭ ভোট। এই পদে একটি ভোট বাতিল হয়।যুগ্ম সাধারণ সম্পাদক পদে চ্যানেল এস-এর ধামরাই প্রতিনিধি রাসেল হোসেন ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আব্দুল হালিম পেয়েছেন ৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মনোয়ার হোসেন রুবেল ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে সৈকত হোসেন শওকত পেয়েছেন ৭ ভোট।এর আগে, পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যারা: সহ-সভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশ-এর ধামরাই প্রতিনিধি নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির ধামরাই প্রতিনিধি মো. নাজমুল হাসান, এবং কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলো পত্রিকার ধামরাই প্রতিনিধি মো. জাকির হোসেন ও বাংলাদেশ টুডে পত্রিকার ধামরাই প্রতিনিধি মিলন সিদ্দিকী।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এস এম হাসান এবং নির্বাচন কমিশনার হিসেবে মো. হুমায়ুন কবির ও অ্যাডভোকেট আমিনুল ইসলাম দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply