
ধামরাই প্রতিনিধিঃওবাইদুল খান
ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক শিক্ষা ও বৃত্তি বিষয়ক সম্পাদক তুষার আহমেদ শান্তকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
ছাত্রলীগের এ নেতাকে সাদ হত্যা মামলার আসামী করা হয়েছে।আজ শনিবার (৬ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত শান্তকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।তুষার আহমেদ শান্ত উপজেলার কল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আক্তার হোসেনের ছেলে। এ বছর সে ধামরাই সরকারি কলেজ থেকে বিএসএস (স্নাতক) ফাইনাল পরিক্ষার্থী। শুক্রবার বিকেলে তার নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগের নেতা তুষার আহমেদ শান্তকে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply