ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ মোঃ ওবাইদুল খান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ (ধামরাই) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন আলহাজ্ব তমিজ উদ্দিন। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব তমিজ উদ্দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলের প্রতি অর্পিত এই দায়িত্ব জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণের মাধ্যমে বাস্তবায়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব। ধামরাইয়ের সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাই আমার রাজনীতির মূল লক্ষ্য।” মনোনয়ন ঘোষণার খবরে ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ উপলক্ষে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ এবং শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনন্দ প্রকাশ করেন নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় ঐক্য সুদৃঢ় রেখে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আলহাজ্ব তমিজ উদ্দিনের মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে ঢাকা-২০ (ধামরাই) আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হলো।
Leave a Reply