1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় শৈত্যপ্রবাহ ও কুয়াশা নিয়ে পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল ধামরাই উপজেলা পরিষদের পুকুরে পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু ঢাকা-২০ (ধামরাই) আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলহাজ্ব তমিজ উদ্দিন ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে যা বলল ভারত দেশে পৌঁছেছে ওসমান হাদির মরদেহ ধামরাইয়ে নির্মাণাধীন বিদ্যালয় ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যে বার্তা দিল ভারত ধামরাইয়ে শ্বাসরোধে মাকে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার কানের নিচে গুলি লেগেছে হাদির, রয়েছেন নিবিড় পর্যবেক্ষণে

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ধামরাইয়ে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:মোঃ ওবাইদুল খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা-২০ (ধামরাই) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। বুধবার  বিকেল ৪টায় ধামরাইয়ে তাঁর নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশ ও গণতন্ত্রকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করেছি।” তিনি আরও বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধামরাইকে সুন্দর ও পরিচ্ছন্নভাবে গড়ে তুলতে চাই। ধামরাইয়ে কোনো ধরনের চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকের আশ্রয় দেব না।” বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে আমি বহু হামলা ও মিথ্যা মামলার শিকার হয়েছি, একাধিকবার গ্রেফতার হয়েছি। ভয়ংকর প্রতিকূল অবস্থার মধ্যেও আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এবং দায়িত্ব পালন করেছি।” তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি চাঁদাবাজিতে জড়াচ্ছে, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। “যদি আমার দলের কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার সঠিক প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে দল থেকে বহিষ্কার করা হবে।” আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “অতীতেও অন্যায়ের সঙ্গে আপস করিনি, ভবিষ্যতেও করব না। ধামরাইকে চাঁদাবাজি, দুর্নীতি ও মাদকমুক্ত করে একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলব।” তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, “আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। সবাই তাঁর আত্মার মাগফিরাত কামনা করবেন। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাত নসিব করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির ধামরাই প্রতিনিধি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক ও মোহনা টিভির প্রতিনিধি আহাদ বাবু, সহ-সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বকুল, সাবেক সভাপতি ও দৈনিক কালেরকণ্ঠের প্রতিনিধি আবু হাসান,সাবেক সভাপতি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি বাবুল হোসেন , সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আনিছুর রহমান ,মানবজমিন পত্রিকার প্রতিনিধি আজহারুল ইসলাম রাজু , সমকাল পত্রিকার প্রতিনিধি মোখলেসুর রহমান সহ ধামরাইয়ে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন