1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :
সর্বশেষ :

ধামরাইয়ে দুই শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ধামরাই( ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে র্যাব কর্মকর্তার উদ্যোগে প্রায় দুই শতাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলার যাদবপুর ইউনিয়নের ভুবন মোহন স্কুল এন্ড কলেজের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, চিনি, আলু, পেয়াজ, তেল, ছোলা, খেজুর, সেমাই ইত্যাদি পণ্য। “আলোকিত যাদবপুর” সংগঠনের উদ্যোগে র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো: আওলাদ হোসেন এর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলোকিত যাদবপুর সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো: এরশাদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিতুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পাপনসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে র্যাব কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দকে সুবিধা বঞ্চিত সকল মানুষের সাথে ভাগাভাগি করে নিতেই ক্ষুদ্র এই আয়োজন। তিনি সমাজের বিত্তবানদের হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আহবান জানান। র্যাবের এই কর্মকর্তা ঢাকা উত্তরাতে সারা মাস প্রতিদিন ৬৯ জন রোজাদার চালক ও হতদরিদ্র ব্যক্তিদের ইফতারের ব্যবস্থা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন