ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক এমপি এম এ মালেককে ছাত্র-জনতা হত্যা মামলায় ৪দিনের রিমান্ড মঞ্জুর করেছে চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃস্পতিবার (৬ মার্চ) বিকেলে ঢাকার চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।
আশুলিয়া বৈষম্যডিবরোধী আন্দোলনে মোঃ রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তি হত্যার ঘটনায় করা মামলায় আসামি সাবেক এমপি এম এ মালেককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এই সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক এমপি এ মালেককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বুধবার (৫ মার্চ) দিনগত রাতে রাজধানী মিরপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক এমপি এম এ মালেককে গ্রেপ্তার করেন সাভার থানা পুলিশ। এম এ মালেক ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের রশ্মিমপুর এলাকার বাসিন্দা। এম এ মালেক ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সভাপতি। তিনি ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দীতায় সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে ছিলেন। পরে তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করলেও ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি বেনজির আহমেদ এর কাছে পরাজিত হন। তিনি বর্তমানে রাজধানী মিরপুর এলাকায় নিজ বাড়ীতে বসবাস করতেন।
উল্লেখ্য, গত ৫ আগস্ট দুপুরের আশুলিয়া এলাকায় চন্দ্রা মহাসড়কের পাশে মোঃ রিয়াজুল ইসলাম নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে রিয়াজুলের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Leave a Reply