1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

অবরোধ তুলে পুলিশ-শিক্ষার্থী একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত

  • আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

গাজীপুরের টঙ্গীতে ছিনতাই বন্ধের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় টঙ্গীর স্টেশন রোড এলাকায় শতাধিক শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন।

টঙ্গীতে বসবাস করা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নিয়ে আধা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন।

মহাসড়কে বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনা নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার মেহেদী হাসান দিপুর (টঙ্গী জোন) কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিনিয়ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকা থেকে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। গত কয়েক দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী এ মহাসড়ক ব্যবহার করায় টঙ্গী এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন। পুলিশ ছিনতাই প্রতিরোধে ব্যর্থ। তাই আজ শতাধিক সাধারণ শিক্ষার্থী মহাসড়কে বিক্ষোভ করছি।

পুলিশ ছিনতাই বন্ধে ব্যর্থ হলে শিক্ষার্থীরা মহাসড়কে ফের কঠোর আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবে বলেও জানান তারা।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ কমিশনার (টঙ্গী জোন) মেহেদী হাসান দীপু বলেন, ছিনতাই বন্ধে শিক্ষার্থীরা আমাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছেন। ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টহল টিম কাজ করছে। ছাত্রদের পক্ষ থেকে জানিয়েছেন, ছিনতাই বন্ধে ছাত্ররাও পুলিশের সাথে মহাসড়ক ও বিভিন্ন এলাকায় কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন