1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

আত্মগোপনে থাকা মানিকগঞ্জের যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র একাধিক মামলার আসামি আব্দুর রাজ্জাক রাজাকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ আগষ্টের পর থেকে দীর্ঘদিন ঢাকাতেই আত্মগোপনে ছিলেন তিনি।

মানিকগঞ্জ সদর থানার ওসি আমান উল্লাহ আমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত আগস্টের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে তার অবস্থান শনাক্তে কাজ করছিল পুলিশ। অবশেষে ধানমন্ডিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাতেই রাজাকে মানিকগঞ্জে নিয়ে আসা হয়েছে।

জানা গেছে, আব্দুর রাজ্জাক রাজার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় তিনটি মামলা রয়েছে। গত বছরের ১৮ জুলাই ও ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা, নাশকতা এবং জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় এ মামলাগুলো করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন