1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

ধামরাইয়ে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

  • আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

ঢাকার ধামরাইয়ে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং কাজী শাহীনের স্ত্রী রুবিনা আক্তার (৩৭)।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ইসলামপুর থেকে শাহীন-রুবিনা দম্পতি ঢুলিভিটা যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা যাত্রীসেবা ডিলাক্স নামের একটি বাস রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনার মৃত্যু হয়। আর আহত অবস্থায় শাহীনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে (রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সন্ধ্যায় সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল ঢাকা পোস্টকে বলেন, আজ সকালে ঢলিভিটা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আমরা খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের অভিযোগ না থাকায় রুবিনা আক্তারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কাজী শাহীনের মরদেহ ঢাকা থেকে সাভারে পৌঁছায়নি।ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পলাতক রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন