ঢাকার ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় ডোবা থেকে মো: মামুন হোসেন (৩১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার বেলা এগারোটার দিকে লাশ উদ্ধার করলেও নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।পরে পুলিশ প্রযুক্তির মাধ্যমে লাশটি সনাক্ত করতে সক্ষম হশ। নিহত মামুন হোসেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের মো:আলিম আকন্দর ছেলে।
পুলিশ জানায়, ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের কেলিয়া এলাকায় আলাদিন হাসপাতাল সংলগ্ন একটি ডোবায় লাশ দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় পাওয়া যায়। প্রাথমিক সুরতহালে নিহতের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
Leave a Reply