1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

অমিত শাহকে ভারতের ‘হনুমান’ বললেন বরুণ

  • আপডেট সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

ভারতের রাজনীতির জগতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেয়েছেন ‘চাণক্য’ তকমা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হলেও, তার ভূমিকাও কিছু কম নয়। এমনও দেখা গিয়েছে, সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী নীরব থেকেছেন, সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বার দেশের ‘হনুমান’ আখ্যা দিলেন বরুণ ধওয়ান। শুনে বিগলিত স্বয়ং শাহও।

নিজের আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ। সেই ছবি ঘিরেই এক আলোচনাসভায় যোগ দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্য দিকে, রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।

এ উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, ‘মানুষ আপনাকে রাজনীতির চাণক্য বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি দেশের হনুমান। কারণ, আপনি নিঃস্বার্থ ভাবে দেশের সেবা করেন। অভিনেতারাও সংলাপ মুখস্থ করে এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন। এর থেকেই বোঝা যায়, আপনি মন থেকেই কথাটা বললেন।’

এই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই নানা প্রতিক্রিয়া দেন নেটাগরিকেরা। নিন্দুকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে!

২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’। এই প্রথম ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে জোট বাঁধলেন বরুণ। ছবিতে জ্যাকি শ্রফ, ওয়ামিক গাব্বি, কীর্তি সুরেশও অভিনয় করেছেন। সালমান খানেরও একটি ক্যামিয়ো রয়েছে এই ছবিতে। তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন