বাংলাদেশ গ্রাম পুলিশের সমন্বয়ক সাবেক মহাসচিব দফাদার লাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর রাতে উপজেলা কুশুরা ইউনিয়নের পানকাত্তা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রাম পুলিশের ওই নেতাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে ধামরাই থানা ঘেরাও কর্মসূচি দিয়েছিল গ্রাম পুলিশের নেতাকর্মীরা। সে কারণে থানা সুরক্ষার জন্য আজ বুধবার সকাল থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থানা পাহারা দিচ্ছেন।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, গ্রাম পুলিশের সমন্বয়ক দফাদার লাল মিয়া সরকারকে বেকায়দায় ফেলার জন্য এবং বিভিন্ন ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে আসছিল। এছাড়াও সারা বাংলাদেশের গ্রাম পুলিশদের নিয়ে সচিবালয় ঘেরাও করার জন্য চলো চলো ঢাকায় চলো প্রস্তুতি নিচ্ছিল।
ওসি জানান, লাল মিয়া তার ফেসবুকেও সরকারকে হুমকিমূলক বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল। এজন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে বৃহত্তর ঢাকা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক বলেন, ‘গ্রাম পুলিশের সমন্বয়ক দফাদার লাল মিয়াকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে থানা ঘেরাও হুমকি দিয়েছিল গ্রাম পুলিশের নেতাকর্মীরা। থানা ও পুলিশকে সুরক্ষিত রাখার জন্য ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে আমরা ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা থানার চারপাশ পাহারা দিচ্ছি।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাম পুলিশ একাধিক সদস্য জানান, তাদের নেতা দফাদার লাল মিয়া সারা বাংলাদেশের গ্রাম পুলিশের বিভিন্ন সুযোগ সুবিধা বিষয় নিয়ে আন্দোলন করেছেন। আমাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সচিবালয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
Leave a Reply