1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

এখন যুদ্ধ সমাবেশ-মিছিলের নয়, সাইবার যুদ্ধের: ফখরুল

  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখনকার যুদ্ধ সমাবেশ-মিছিলের নয়, সাইবার যুদ্ধ। এজন্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের কাজে লাগাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডন সফররত মির্জা ফখরুল মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম অব্যহত রেখেছে বিএনপি। আর রক্তপাত, প্রতিহিংসা নয়, সবাই ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষার দায়িত্ব প্রবাসীদের।

তিনি বলেন, ৫ আগস্টের পর বিএনপি সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে বলে ভারত সারাবিশ্বে অপপ্রচার চালিয়েছে। আমাদের এই অপপ্রচারের বিরুদ্ধে লড়াই চালাতে হবে।

আওয়ামী লীগ ভয়ের রাজত্ব সৃষ্টি করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অনেকে আশা ছেড়ে দিলেও বিএনপি কখনও বসে থাকেনি। শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নয়, নূন্যতম গণতান্ত্রিক অধিকারের লড়াইয়ে আন্দোলন শুরু করেছিল বিএনপি। নতুন দেশ, নতুন স্বপ্নের লক্ষ্যে ৩১ দফা ঘোষণা করা হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন