1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

ঝড় থামছেই না পুষ্পা টুর, প্রথম সপ্তাহেই লক্ষ্য হাজার কোটি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

মুক্তির পর থেকে পুষ্পা-২ : দ্য রুল এর ঝড় যেন থামছেই না ভারতীয় সিনেমা ইন্ডাষ্ট্রিতে। শুধু ভারতই নয় বিশ্বব্যাপী সাড়া ফেলেছে এই সিনেমাটি। আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি মুক্তির ৪ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি অর্জন করেছে। স্যাকনিল্কের তথ্য মতে শুধু ভারতে সিনেমাটির আয় হয়েছে ৫২৯.৪৫ কোটি রুপি। তবে সিনে-বিশ্লেষকরা ধারণা করছেন এই ছবিটি সপ্তাহান্তে ১০০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়ে ফেলতে চলেছে। খবর : এনডিটিভি

এদিকে হিন্দি ভাষাভাষীর দর্শকদের মধ্যে পুষ্পা-২ নিয়ে বেশি আগ্রহ দেখা গেছে। সিনেমার হিন্দি সংস্করণটি তেলেগু সংস্করণকেও ছাড়িয়ে গেছে। জানা যায়, পুষ্পা-২ হিন্দি সংস্করণটি একদিনেই আয় করেছে ৮০ কোটি রুপি।

স্যাকনিল্ক তথ্য অনুসারে আরও জানা যায়, পুষ্পা-২ শুধু রবিবারেই সব ভাষায় ১৪১.৫ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে ৮৫ কোটি রুপি ছিল হিন্দি সংস্করণ থেকে এবং তেলেগু সংস্করণ থেকে আয় করেছে ৪৪ কোটি রুপি। তামিল, কন্নড় এবং মালায়ালাম সংস্করণগুলো যথাক্রমে ৯.৫ কোটি, ১.১ কোটি এবং ১.৯ কোটি রুপি আয় করেছে।

৫ ডিসেম্বর মুক্তি পাওয়া পুষ্পা-২: দ্য রুল এই চারদিনে হিন্দি সংস্করণে মোট আয় করেছে ২৮৫.৭ কোটি রুপি, তেলেগু সংস্করণে ১৯৮.৫৫ কোটি রুপি এবং তামিল সংস্করণ আয় করেছে ৩৩.১ কোটি রুপি।

চলচ্চিত্র বিশ্লেষক তরণ আদর্শ তার এক টুইট পোস্টে এই সিনেমা নিয়ে লিখেছেন, ‘সিনেমাটি একটি মাইলফলক স্থান অর্জন করেছে তার রবিবারের আয়ের রেকর্ড গড়ে।’

তিনি আরও লিখেছেন, ‘এই বিস্ময়কর আয় নিঃসন্দেহে উদযাপনের কারণ, ভারতীয় সিনেমা নিয়ে বিশ্বে যে ধারণা ছিল সেই ধারণাগুলোকেও উপেক্ষা করেছে পুষ্পা-২।’

সুকুমার পরিচালিত পুষ্পা-২ : দ্য রুল-এ আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এটি পুষ্পা সিনেমার দ্বিতীয় সিক্যুয়েল, যা মূলত রেড স্যান্ডালউড চোরাচালানের গল্প নিয়ে নির্মিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন