1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

ধামরাইয়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি

  • আপডেট সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

ধামরাইয়ে ব্যবসায়ীদের পিকআপ ভ্যান ব্যারিকেড দিয়ে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতরা ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল লুট করে। ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে ৩ ব্যবসায়ী আহত হন। আহতদের মধ্যে জমির উদ্দিনকে ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার ভোররাতে ঢাকার আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, ধামরাই পৌরসভার ইসলামপুর থেকে কাঁচামাল ব্যবসায়ী জমির উদ্দিন, কোহিনুর, আব্দুল্লাহ একটি পিকআপ ভ্যান নিয়ে কাঁচামাল আনার জন্য মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেয়। ঢাকা-আরিচা মহাসড়কের কেলিয়া ব্রিজের পশ্চিম পাশে পিকআপ ভ্যানটি পৌঁছলে একদল ডাকাত ওই পিকআপ ভ্যানটিকে ব্যারিকেড দেয়। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে কুপিয়ে আহত করে তাদের কাছ থেকে নগদ ১৮৫০০ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। আহতদের মধ্যে ব্যবসায়ী জমির উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি তবে এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। খুব দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন