1. protidinsangbad16@gmail.com : Obaidul Islam : Obaidul Islam
  2. ssexpressit@gmail.com : protidins :

আইনজীবী সাইফুল হত্যা মামলায় আরেক আসামি আটক

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ঘটনায় জড়িত আরেক আসামি রিপন দাসকে (২৭) চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আটক করা হয়েছে।

বৃহ‌স্প‌তিবার রাত সাড়ে আটটার টার দি‌কে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন কৈনপুরা এলাকায় দোকানের মোড়ে থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে

জানা যায়, রিপন দাস নগরীর কো‌তোয়ালী থানাধীন পাথরঘাটা হরস চন্দ্র লেইন সাধুর বাড়ির মৃদুল দাসের ছে‌লে। চকবাজারে মেডিসিন সপ না‌মে এক‌টি ফার্মেসিতে চাকরি কর‌তেন। আটককৃত রিপন এজাহারভুক্ত আসামি না হলেও এডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ।

চাতরী কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে জানান, কয়েকদিন থেকে জেলেপাড়া এলাকায় তাকে দেখা যায়। তবে কার বাড়িতে সে আত্মগোপনে ছিল সেটা জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিট পু‌লি‌শের ডি‌সি (ক্রাইম) মো. রইচ উ‌দ্দিন জানান, উক্ত আসামি কোনো এজাহারভুক্ত আসামি নয়। তবে এডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে নীল রঙের গেঞ্জি পরিহিত ও হাতে বটি নিয়ে দেখা গেছে বিধায় পুলিশের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে সনাক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন